অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না টানানো এবং ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ৫ ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
রোববার (১৭ মার্চ) দুপুরে নগরীর পোর্টরোড ও রূপাতলী বাজারে পৃথক অভিযানে তাদের এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার ও রবিউল হাসান ভূঁইয়া।
জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়, রমজানে নিত্যপণ্য ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুই বাজারে অভিযান হয়। অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করতে দেখা গেছে। এছাড়া নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির মত অপরাধ ধরা পড়েছে। ফলে পাঁচ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।