অসহায় মানুষকে আইন সম্পর্কে সচেতন এবং তাদের জন্য আইন অধিকার সমান করার প্রবল ইচ্ছা-মোঃ শাহাদাত হোসেন

সহ-সভাপতি(ল্যাব)  ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী,আইনের ছাত্রদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় সেচ্ছাসেবী, রাজনীতিমুক্ত আইনি সেবা প্রদানকারী সংগঠন। সংগঠনটির ৪৫ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান এবং মরিয়াম জামিলা। শরিফুল হক তুমুলকে সভাপতি এবং হাসনাত জাহানকে সাধারন সম্পাদক করে ৪৫ সদস্যের আংশিক কমিটিতে নোয়াখালী জেলার চাটখিল উপজিলার নোয়াখোলা গ্রামের কৃতি সন্তান মোঃ শাহাদাত হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। শাহাদাত সেন্ট্রাল ল কলেজে আইন বিষয়ে অধ্যায়নরত। তাঁর গর্বিত পিতা মোঃ সিরাজুল ইসলাম এবং মাতা পারভিন আক্তার। তিনি রাজধানীর মতিঝিল মডেল স্কুল এবং কলেজ থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার বিজ্ঞানের উপর স্নাতক এবং স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। শিক্ষাগত জীবনের মেধার স্বাক্ষর হিসেবে তিনি বেস্ট থিসিসের জন্য ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, একাডেমিক এক্সিলেন্সি অ্যাওয়ার্ড মেঘনা কাম লাউডে, ডিন অ্যাওয়ার্ড অর্জন করেন। তার ৬টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ব্যক্তিগত জীবনে একজন কম্পিউটার প্রকৌশলী এবং বাংলাদেশে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয় অধীন এক্সেস টু ইনফরমেশন(এটুআই) প্রকল্পে দীর্ঘদিন কাজ করেন।। এছাড়াও তিনি চুক্তি ভিত্তিক নিয়োগে ওয়ার্ল্ড হেলথ অর্গানিজশন-বাংলাদেশের আইটি অফিসার হিসেবে কাজ করেন।। তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর অধীনস্থ IEDCR -এর আইটি অফিসার হিসেবে কাজ করেন।। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত সফটওয়্যার কোম্পানি- বিটস্পেক সলিউশনস(www.bitspeck.com) এবং ই-কমার্স প্রতিষ্ঠান গেট-ওর-গিফট (www.getorgift.com) এর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।। এছাড়াও তিনি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সময় ফাউন্ডেশন, এক্সাইউবিয়ান সাথে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমান বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং কম্পিউটার বিজ্ঞানের অন্যতম শাখা কৃত্তিম বুদ্ধিমত্তা উপর আইনের হস্তক্ষেপ বলবৎ করার উদ্দেশে তিনি আইন নিয়ে পড়াশুনা শুরু করেন। তিনি বলেন, অসহায় মানুষকে আইন সম্পর্কে সচেতন এবং তাদের জন্য আইন অধিকার সমান করার প্রবল ইচ্ছা থেকেই ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব)-এ শুরু থেকে নিজ প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। এই সংগঠনের সকল সদস্যদের সাথে সমন্বয় করে আইনী সেবা পৌঁছে দিতে চাই রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের দ্বারে-দ্বারে এবং ছিন্নমূল,এতিম,নির্যাতিত মানুষের জন্য আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

Check Also

জেনে নিন ডায়াবেটিসের সমাধান

জেনে নিন ডায়াবেটিসের সমাধান

জেনে নিন ডায়াবেটিসের সমাধান । আমাদের শরীর যখন পর্যাপ্ত পরিমান ইনসুলিন তৈরি করতে পারে না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *