আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় শিশু শ্রম, বিভিন্ন সময় গুজব এবং বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সভা করেছে উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।
গতকাল রোববার সকালে উপজেলার বাকাল নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয় ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিশু শ্রম, বিভিন্ন সময় গুজব এবং বাল্যবিয়ে প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়।
এসময় তারা ১৮ বছরের কম বয়সী মেয়ে এবং ২১ বছরের কম বয়সী ছেলেদের বিয়ে দেয়ার চেষ্টা করা হলে বা কোন শিশুকে জোর পূর্বক বিভিন্ন কাজে বাধ্য করা এবং বিভিন্ন সময় মিথ্যা গুজব ছড়ানোর প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আগৈলঝাড়া থানাকে অবহিত করতে শিক্ষার্থীদের অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের টিম লিডার আরিয়ান আরাফাত সালিহিন, নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বিহারী জয়ধর, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব কুমার রায়, শিক্ষক লক্ষ্মন চন্দ্র বৈরাগী, মিনাল কান্তি রায়, বরুন রায়, রিনা সরকার, রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য শাহ আলম ঢ়ারী, সুমি বাড়ৈ, তুর্য দে, পিকিং দাস, মীম আক্তার, পায়েল আক্তার, চয়ন হালদার, আকাশ সরকার, আরাফাত হোনেসসহ প্রমুখ।