দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ধরা হতো ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। তবে সময় যত গড়িয়েছে, কমেছে ডিপিএলের কদর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ বিপিএল শুরুর পর জৌলুস হারাতে শুরু করে ওয়ানডে সংস্করণের ডিপিএল। ১২টি ক্লাব নিয়ে আজ থেকে শুরু হওয়া ডিপিএলে নেই কোনো পৃষ্ঠপোষক। তাই শঙ্কা জাগছে, ডিপিএল কি সত্যিই ফুরিয়ে যাওয়ার পথে!
দেশের একমাত্র লিস্ট ‘এ’ ক্রিকেট প্রতিযোগিতার জন্য কোনো পৃষ্ঠপোষক জোগাড় করতে না পারার কোনো সদুত্তরও পাওয়া যায়নি। এমনকি গত জাতীয় ক্রিকেট লিগ আর বাংলাদেশ ক্রিকেট লিগেও ছিল না পৃষ্ঠপোষক। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত রাখতে যে লিগকে বড় মঞ্চ মনে করা হয় সেই লিগ নিয়ে মাতামাতিও নেই খুব একটা। বলা যায় প্রচারের অভাবে পিছিয়ে পড়েছে ডিপিএল। দেশের শীর্ষ ক্লাবগুলোর লড়াইয়ের প্রথম দিন রয়েছে তিনটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির-৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
দেশি তারকা ক্রিকেটারদের শুরুতে পাওয়া যাচ্ছে না শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায়। তবে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা কয়েকজন যোগ দিচ্ছেন ডিপিএলে। বাকিরা যোগ দেবেন ধাপে ধাপে ওয়ানডে আর টেস্ট সিরিজের পর। এবারের লিগে থাকছে না বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। একটা সময় প্রতি ম্যাচে খেলানো হতো তিনজন করে বিদেশি খেলোয়াড়, পরে সেটি কমিয়ে আনা হয় একজনে। এবার একজনও নেই!