ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। বলেছেন, আওয়ামী সরকার ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসে আছে। নিজেদের ইচ্ছে মতো তারা দেশ পরিচালনা করছে। কিন্তু এ দেশের জনগণ তা মেনে নেবে না।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা, উত্তরার ১ নম্বর ওয়ার্ড আজমপুর বাসস্ট্যান্ডে, পল্লবী ৬নং ও আঞ্চলিক ৬নং ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির তৃতীয় দিনের কর্মসূচি অনুযায়ী সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই, আওয়ামী সরকারের জন্য আজ দেশের মানুষ নির্যাতিত, নিস্পেষিত, দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে আজ দেশের সাধারণ জনগণ শান্তিতে দু ‘মুঠো ভাত পেট ভরে খেতে পারছে না।’
এই পরিস্থিতিরও শেষ আছে উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘আওয়ামী সরকারকে মনে রাখতে হবে ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই আওয়ামী সরকারকেও ইতিহাস ক্ষমা করবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আজকে উত্তরা পূর্ব থানাধীন ১ নম্বর ওয়ার্ডে তীব্র তাপদাহে নগরীর পথচারী জনসাধারণের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে গেলে পুলিশ পানি বিতরণ করতে দেবে না বলে বাধা দেয়। এই হচ্ছে বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নমুনা। আমরা কোন দেশে বাস করছি। যে দেশে একজন রাজনৈতিক দলের কর্মী জনগণের সেবা করতে পারে না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, এজিএম সামসুল হক, আকতার হোসেন, হাজী মোস্তফা জামান, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, কাউন্সিলর আলী আকবর আলী, আব্দুস সালাম সরকার, হাজী মো. ইউসুফ, আহসান হাবিব মোল্লা, মাহাবুবুর রহমান মন্টু, এবিএমএ রাজ্জাক, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনী, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান মেম্বার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ ভূইয়া, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলমহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।