ইয়াবা সেবনকালে হিসাবরক্ষন অফিসের কর্মচারীসহ আটক ২

বরিশালের গৌরনদীতে কালকিনি উপজেলা হিসাব রক্ষন অফিসের কর্মচারী সৈয়দ মাকসুদুল হাসান মুনিম ও তার সহযোগি শরীফ সুবেল ওরফে রামীমকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়- মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে কালকিনি উপজেলা হিসাব রক্ষন অফিসের কর্মচারী সৈয়দ মাকসুদুল হাসান মুনিম ও তার সহযোগি শরীফ সুবেল ওরফে রামীমকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন! ।। এম. লোকমান হোসাঈন ॥ জাল-কাগজপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *