তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২ এপ্রিল) দিনের বেলা সংস্কার কাজ করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় নাইট ক্লাবটি খোলা ছিল না।
নাইট ক্লাবটি ইস্তাম্বুলের গায়রেত্তেপেতে একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে অবস্থিত।
ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতদের সবাই সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, যারা পরিবার-পরিজন হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।