ই-অরেঞ্জের সাবেক চীফ অপারেটিং অফিসার রিমান্ডে

ই-অরেঞ্জের সাবেক চীফ অপারেটিং অফিসার রিমান্ডে

শাহারিয়ার ইসলাম :: আজ রবিবার ঢাকা অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আবুবক্কর ছিদ্দিকের আদালত শুনানি শেষে প্রতারণা মামলায় আটক কৃত ই-অরেঞ্জের সাবেক চীফ অপারেটিং অফিসার নাজমুল আলম রাসেলকে জিজ্ঞেসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তে থাকা গুলশান থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম নাজমুল আলমকে আদালতে হাজির করেন এবং দশ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।

এর আগে তদন্ত কর্মকর্তা নাজমুল আলমকে আদালতের কাছে আটক কৃত দেখিয়ে আবেদন করেন এবং আবেদন মঞ্জুর করার মাধ্যমে আদালতের পরবর্তী কার্যক্রম শুরু হয়।

এছাড়া বিবাদী পক্ষের আইনজীবি রিমান্ড বাতিল চেয়ে আদালতের কাছে জামিন আবেদন করেন। তিনি যুক্তি দিয়ে বলেন, তার মক্কেল নিজেই এখানে ভিক্টিম! চার মাস আগেই সে চাকরি ছেড়ে দেয়,তাহলে কেনো তার বিরুদ্ধে মামলা হবে? কেনই বা সে রিমান্ডে যাবে?

বর্তমানে তার জায়গায় কর্মরত আছে আমান উল্লাহ। পাল্টা যুক্তিতে রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করেন। যুক্তি-তর্ক পর্যাচলনা করে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Check Also

কাউন্সিলর পদে জনপ্রিয়তার শীর্ষে আব্দুস সালাম আহম্মেদ আব্বাস 

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২৫মে, ২০২৩ইং তারিখে। প্রতিক বরাদ্দ ৯ই মে, ২০২৩ইং তারিখ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *