উজিরপুরে স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের উজিরপুর উপজেলার ভর্শাকাঠি গ্রামে শান্ত নামে এক স্কুলছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে যানা যায় । স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্র শান্তর বাবা থাকেন প্রবাসে তাই তার মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল কেনার বায়না ধরে, কিন্তু তার মা তাকে বলে আগে মেট্রিক পাস কর তারপর ভালো মোবাইল কিনে দেব। ছেলে তার মায়ের কথা না শুনে উল্টো অভিমান করে বাড়ি থেকে উধাও হয়ে যায়। সোমবার দুপুরের পর থেকে নিজ ছেলেকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে ও আত্মীয়স্বজনকে জানায়।

অনেক খোঁজাখুঁজি করে রাত আনুমানিক নয়টার দিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি জঙ্গলে শান্তর গলায় রশি বাধা ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকায় জানাজানি হলে নবম শ্রেণীতে পড়া স্কুলছাত্র শান্তর লাশ দেখতে ভিড় করে স্থানীয়রা। পরে উজিরপুর পুলিশ রাত ১১ টায় এসে লাশ উদ্ধার করে। স্কুলছাত্র শান্তর গলায় ফাঁস দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ।

Check Also

কুয়াকাটায় ডিসকাউন্ট দিয়েও পর্যটক মিলছে না হোটেল-মোটেলে

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বাড়লেও বুকিং নেই সেখানকার হোটেল-মোটেলে। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *