সিটি করপোরেশনের কাজ চলাকালে গ্যাসের পাইপলাইনে লিকেজ হওয়ায় রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় তিতাসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে৷
তিতাস জানায়, ওই এলাকার পাইপ লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। অতিদ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।