এপ্রিলে মুক্তি পেতে চলেছে ‘দ্য রাউন্ডআপ: পানিশমেন্ট

দ্য রাউন্ডআপ ফ্র্যাঞ্চাইজির সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা; টিকিট বিক্রিতে একের পর এক রেকর্ডও গড়েছে। ২০২২ সালে দ্য রাউন্ডআপ ও ২০২৩ সালে দ্য রাউন্ডআপ: নো ওয়ে আউট বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল।
কোরীয় সিনেমার দর্শকেরা এই ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমা দেখতে মুখিয়ে আছেন। এ বছরের এপ্রিলে মুক্তি পাচ্ছে দ্য রাউন্ডআপ: পানিশমেন্ট। দ্য রাউন্ডআপ ফ্র্যাঞ্চাইজির এটি চতুর্থ সিনেমা। ছবিটি পরিচালনা করছেন হে মিয়ং হেং।

বরাবরের মতো এই সিনেমায়ও গোয়েন্দা মা ডং সিউক চরিত্রে পাওয়া যাবে কোরীয় তারকা ডন লিকে। মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যাপ নিয়ে তদন্তে নামতে দেখা যাবে তাঁকে। ট্রেন টু বুসান সিনেমায় অভিনয় করে দুনিয়াজোড়া পরিচিতি পান লি।
২০১৭ সালে আউটলস সিনেমা মুক্তি পায়; পরে ছবিটির সিকুয়েল হিসেবে আসে দ্য রাউন্ডআপ ও দ্য রাউন্ডআপ: নো ওয়ে আউট। ছবি দুটি ২০২২ ও ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় ছিল।

পরিচালক হে মিয়ং হেং বলেন, ‘প্রচুর দর্শক এই সিরিজের সিনেমা দেখতে ভালোবাসেন; আমিও এই ছবিতে বৈচিত্র্য রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। সিনেমায় কমেডি ও অ্যাকশনে জোর দিয়েছি।’

গত মাসে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দ্য রাউন্ডআপ: পানিশমেন্ট-এর প্রিমিয়ার হয়েছে। সিনেমাটির প্রযোজক মা বলেছেন, ‘১০ বছর আগে দ্য রাউন্ডআপ ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা করেছিলাম। ছবিটি দর্শকেরা কীভাবে নেন, সেটা দেখার অপেক্ষায় আছি।’
এ সিনেমায় আরও অভিনয় করেছেন কিম মু ইউল, লি জু বিন, পার্ক জি হোয়ান।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *