এমপি গোলাম সরোয়ারের বাবা আর নেই

বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুর বাবা আবদুস সোবহান হাওলাদার ইন্তেকাল করেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে বরগুনায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তার বরগুনার বাসায় ভিড় করছেন।

মরহুমের প্রথম জানাজা বুধবার ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা সার্কিট হাউজ ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজার পর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে মরহুমের বরগুনা সদর উপজেলার বুড়িরচর নিজ গ্রামে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন, তার বাবা ফুসফুস নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসায় ছিলেন। মরহুম আবদুস সোবহানের তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মেজো ছেলে বরগুনা-১ আসনের দ্বাদশ সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন- বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফারজানা সুমি, পৌর মেয়র মো. কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ অলি, বরগুনা প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু, বরগুনার জিপি, পিপি, বিশেষ পিপিসহ অসংখ্য মানুষ।

Check Also

বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন

বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন

বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন ।। অর্ধবার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত।। আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *