কমিটিতে না রাখায় চাঁদপাশায় শিক্ষিকাকে মারধর
কমিটিতে না রাখায় চাঁদপাশায় শিক্ষিকাকে মারধর

কমিটিতে না রাখায় চাঁদপাশায় শিক্ষিকাকে মারধর

কমিটিতে না রাখায় চাঁদপাশায় শিক্ষিকাকে মারধর ॥ স্টাফ রিপোর্টার ॥ স্কুল কমিটিতে না রাখায়, স্কুলের প্রধান শিক্ষিকাকে স্কুলে বসে মারধর করেছেন স্থানীয় যুবকরা। এঘটনায় ২০ মার্চ থানায় মামলা দায়ের করা হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ।

মারধরের শিকার ও বরিশাল এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা বকশিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী বেগমকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আকতার হোসেন বাবু এবং তার সহযোগী নজরুল হাওলাদার ও জসিম ওই নারী শিক্ষিকাকে এলোপাতালী কিল, ঘুসি, লাথি ও পিটিয়ে জখম করেছেন।

গুরুতর আহত প্রধান শিক্ষিকা ফেরদৌসীকে স্থানীয়রা উদ্ধার করে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় বাবু ও তার দুই সহযোগির বিরুদ্ধে মামলা করেন ফেরদৌসী বেগম।

কমিটিতে না রাখায় চাঁদপাশায় শিক্ষিকাকে মারধর

পড়ুনঃ

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষিকা ফেরদৌসী বেগম সাংবাদিকদের বলেন, গত বুধবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন অবস্থায় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আক্তার হোসেন বাবু ও তার সহযোগীরা তাকে স্কুলের অফিস কক্ষ থেকে টেনে হিঁচড়ে বিদ্যালয়ের মাঠে এনে এলোপাতাড়ি লাথি,

কিল, ঘুসি ও জুতা দিয়ে পিটিয়েছেন। তিনি আরো বলেন, বাবু স্কুল কমিটিতে বৈধ এবং অবৈধভাবে প্রায় ৬ বছর স্কুল কমিটির দায়িত্বে ছিলেন। এসময়ে স্কুলের গাছ কেটে নিয়ে যান বাবু। স্কুলের আরো ৬ গাছ কেটে নেওয়ার পায়তারা চালাচ্ছে বাবু।

স্কুলে বিভিন্ন সময়ে সরকারী বরাদ্দ আসা অর্থ ভূয়া ভাউচার তৈরী করে আত্মসাত করেছেন। বাবু চাহিত মোতাবেক কথা না শুনলেই বিভিন্ন সময়ে নানা হয়রানির শিকার হতে হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নিদের্শে বাবুকে বাধ দিয়ে এডহক কমিটি করা হয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে বাবু তার উপরে হামলা করেছেন।

এছাড়া, বাবুর বোন স্কুলের সহকারী শিক্ষিকা খুরশিদা বিভিন্ন সময়ে প্রধান শিক্ষিকার সাথে বাকবিত-ে লিপ্ত হয়। গত বুধবার স্কুল পরিদর্শনে ডিডি আসেন। ডিডি যাওয়ার পর ফের তার সাথে ভাইয়ের পক্ষ হয়ে বাকবিত-া করে খুরশিদা। একপর্যায়ে খুরশিদা বেগম তার ভাইকে ফোন করে স্কুলে এনে প্রধান শিক্ষিকাকে স্কুলের অফিস কক্ষ থেকে টেনে বিদ্যালয়ের মাঠে এনে বেদম মারধর করে। এ সময় শিক্ষিকার ছোট মেয়ে প্রতিবাদ করলে তাকেও মারধর করে।

ঘটনার দিন, স্কুল শিক্ষিকার ছেলে অনিককে লাকুটিয়া বাজারের ব্রীজের ঢালে পথরোধ করে বাবু ও বাবুর সহযোগিরা মারধর করেছেন। অভিযুক্ত আক্তাতার হোসেন বাবুর মোবাইল বন্ধ থাকায় এবিষয় তার কোনো মতামত পাওয়া যায়নি। এয়ারপোর্ট থানা সূত্রে জানা গেছে, বাবু সহ বাবুর সহযোগিদের গ্রেফতারের চেষ্টা অব্যহ আছে, যেকোনো সময়ে তাদের গ্রেফতার করা হবে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে!

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে!

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে! স্টাফ রিপোর্টার ॥ সদ্য বিদায়ী স্বৈরাচার সরকারের বিশেষ কোটায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *