কলাপাড়ায় ওয়াস মেলা অনুষ্ঠিত

কলাপাড়ায় ওয়াস মেলা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ওয়াস পণ্যের চাহিদা বৃদ্ধি ও প্রচার শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টার দিকে পৌর শহরের নাচনাপাড়া এলাকায় হোপ ফর দি পুওরেষ্ট এইচপি’র সহযোগিতায় ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতি এ মেলা আয়োজন করে।

মেলায় স্বাস্থ্য সম্মত টয়লেট ও ওয়াস পণ্যর প্রদর্শন করা হয়। পরে এক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় পৌর সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. জান্নাতুল নাঈম, ট্রেনিং অফিসার মো.শরিফুল ইসলাম খান সহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Check Also

বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন

বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন

বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন ।। অর্ধবার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত।। আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *