রংপুর রাইডার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের হাইভোল্টেজ লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস। অর্থাৎ সাকিব-সোহানদের রংপুর প্রথমে ব্যাট করবে।
দুই দলেরই প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। তবে সেরা দুইয়ে অবস্থান ধরে রাখতে কুমিল্লার জন্য এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। অন্যদিকে ১১ ম্যাচের ৯টিতেই জয় নিয়ে ১৮ পয়েন্ট ধরাছোঁয়ার বাইরে রংপুর।
কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), মঈন আলি, তাওহিদ হৃদয়, জাকের আলি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, ম্যাথু ফোর্ডে, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান।
রংপুর একাদশ: রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), টম মুরস, শেখ মেহেদি, জিমি নিশাম, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, ইমরান তাহির।