খামারকান্দি ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা বগুড়া জেলা থেকে আব্দুল মোমিন :: বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যানের মোঃ আব্দুল ওহাবের নামে গতকাল শুক্রবার (৩০ জুলাই) রাতে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছে রোকসানা (৩৮)। ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব ঐ এলাকার মৃত ফয়েজ কেরানির ছেলে।
মামলা সুত্রে জানাযায়, চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাবের আত্মীয় শহিদুল ইসলামের নিকট হতে গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ গ্রামের আব্দুল আহাদের স্ত্রী রোকসানা ৫০ হাজার টাকা পায়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা তুলতে না পারায় চেয়ারম্যানকে অবগত করে। পরে রোকসানার পাওনা টাকা তুলে দেওয়ার আশ্বাস দেয় ৩ নং খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যানের মোঃ আব্দুল ওহাব।
গতকাল শুক্রবার (৩০ জুলাই) বিকেলে সেই পাওনা টাকা আদায়ের ব্যাপারে কথা হবে বলে রোখসানাকে চেয়ারম্যানের ভাড়াবাসা শেরপুর পৌরসভা জগন্নাথপাড়ায় সরকারী ডি.জে উচ্চ বিদ্যালয় খেলার মাঠের দক্ষিন পশ্চিম পার্শ্বে আসতে বলে।
সেখানে গেলে বাড়ীতে কেউ না থাকার সুযোগে চেয়ারম্যান আব্দুল ওহাব রোকসানাকে ধর্ষন করে। পরে রাত্রিতেই রোকসানা নিজে বাদি হয়ে শেরপুর থানায় একটি নারী শিশু নির্যাতন দমন আইনে ৯ (১) ধারায় মামলা করে, মামলা নং ৩২ (৩০ জুলাই ২১) ভুক্তোভোগি রোখসানা খাতুন বলেন, আমাকে পাওনা টাকা তুলে দেওয়ার কথা বলে বাসায় আসতে বলে। বাসায় গেলে সে আমাকে ধর্ষন করে।
আরো পড়ুন: গ্রাফিক্স ডিজাইন করে আয় করার ১২ টি জনপ্রিয় উপায়
আরো পড়ুন: শিল্পকারখানা খুলে দেয়ায় চরম দুর্ভোগে সাধারণ শ্রমিক
পরে আমি আইনের আশ্রয়েন জন্য থানায় এসে মামলা করি। এ বিষয়ে খামারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব রাত্রিতে মোবাইলে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
খামারকান্দি ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা