গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হয়ে গেলো আন্তর্জাতিক যুব দিবস-২০২১ এর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:  আন্তর্জাতিক যুব দিবস ২০২১ উপলক্ষ্যে-কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তরুণদের অর্থবহ অংশগ্রহণ’ প্রতিপাদ্যের আলোকে সিরাক-বাংলাদেশ পাথফাইণ্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় এবং USAID’র সুখী জীবন প্রকল্পের অধীনে ঢাকায় একটি আলোচনা সভার আয়োজন করে। এ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিরাক-বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী এবং কৈশোর-বান্ধব সেবাকেন্দ্রে নিয়োজিত ভলান্টিয়ার পিয়ার লিডার, এবং সুখী জীবন প্রকল্পের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সভায় তরুণদের নানা প্রশ্ন এবং কৈশোর কালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে জ্ঞান ও সচেতনতা এবং কৈশোর বান্ধব সেবাকেন্দ্রের ভূমিকার ব্যাপারের সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করেন। যুবদের মধ্যে থেকে মোঃ হিমায়েত মোল্যা সহ ৫জন যুব সরকার ও যুবদের মাঝে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মি. এসএম সৈকত(এক্সিকিউটিভ ডিরেক্টর,সেরাক বাংলাদেশ); এমএস তানিয়া আহমেদ (সিনিয়র প্রোগ্রাম অফিসার,সেরাক বাংলাদেশ), মি. মোঃ শরীফুল ইসলাম (ডিভিশনাল ডিরেক্টর অতিঃ সচিব,ডিজি পরিবার পরিকল্পনা,ঢাকা); মি. মোঃ মিজানুর রহমান (ডেপুটি ডিরেক্টর,জেলা পরিবার পরিকল্পনা অফিস,ঢাকা); বিশেষ অতিথি মি. মোঃ শাহজালাল (সহকারী পরিচালক,জেলা পরিবার পরিকল্পনা অফিস, নারায়নগঞ্জ); ড. মনজুর হোসেন(সহকারী পরিচালক, এমসিএইচ সার্ভিসেস ইউনিট(ডিজি,ফ্যামিলি প্ল্যানিং, ঢাকা); মি.সোহরাব হোসেন,এডলোসেন্ট বিহ্যাভিয়ার চেইঞ্জ ম্যানেজার (পথফাইন্ডার ইন্টারন্যাশনাল, সুখী জীবন) মি. মোঃ সেলিম মিয়া(সহকারী পরিচালক,প্রোগ্রাম, সেরাক বাংলাদেশ) ; ঢাকা আরামবাগ এঞ্জেলস লিও ক্লাব ও নারায়নগঞ্জ রোটারেক্ট ক্লাবের সম্মানিত সভাপতি এ এইচ মিল্টন সহ অসংখ্য ক্লাবের যুব নেতৃবৃন্দ।

সম্মানিত অতিথিবৃন্দ বলেছেন, “বাংলাদেশে বর্তমানে যুবকের সংখ্যা ৮ কোটি ৬০ লাখ; যা মোট জনসংখ্যার ১/৩ ভাগেরও বেশি। প্রজনন স্বাস্থ্য নিয়ে লজ্জা নয়; ঋতুস্রাব/স্বপ্নদোষ একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রজনন স্বাস্থ্য নিয়ে ২৪ঘন্টা যেকোন হেল্প পেতে সুখী কল সেন্টারের ১৬৭৬৭ এই নম্বরে ডায়াল করুন।

Check Also

করোনার টিকা বিক্রি, স্বাস্থ্যকর্মী বহিষ্কার

করোনার টিকা বিক্রি, স্বাস্থ্যকর্মী বহিষ্কার

অনলাইন ডেস্ক :: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনার টিকা বিক্রির অভিযোগে ইপিআই পোর্টার (ভ্যাকসিন বাহক) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *