গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হয়ে গেলো আন্তর্জাতিক যুব দিবস-২০২১ এর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:  আন্তর্জাতিক যুব দিবস ২০২১ উপলক্ষ্যে-কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তরুণদের অর্থবহ অংশগ্রহণ’ প্রতিপাদ্যের আলোকে সিরাক-বাংলাদেশ পাথফাইণ্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় এবং USAID’র সুখী জীবন প্রকল্পের অধীনে ঢাকায় একটি আলোচনা সভার আয়োজন করে। এ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিরাক-বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী এবং কৈশোর-বান্ধব সেবাকেন্দ্রে নিয়োজিত ভলান্টিয়ার পিয়ার লিডার, এবং সুখী জীবন প্রকল্পের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সভায় তরুণদের নানা প্রশ্ন এবং কৈশোর কালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে জ্ঞান ও সচেতনতা এবং কৈশোর বান্ধব সেবাকেন্দ্রের ভূমিকার ব্যাপারের সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করেন। যুবদের মধ্যে থেকে মোঃ হিমায়েত মোল্যা সহ ৫জন যুব সরকার ও যুবদের মাঝে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মি. এসএম সৈকত(এক্সিকিউটিভ ডিরেক্টর,সেরাক বাংলাদেশ); এমএস তানিয়া আহমেদ (সিনিয়র প্রোগ্রাম অফিসার,সেরাক বাংলাদেশ), মি. মোঃ শরীফুল ইসলাম (ডিভিশনাল ডিরেক্টর অতিঃ সচিব,ডিজি পরিবার পরিকল্পনা,ঢাকা); মি. মোঃ মিজানুর রহমান (ডেপুটি ডিরেক্টর,জেলা পরিবার পরিকল্পনা অফিস,ঢাকা); বিশেষ অতিথি মি. মোঃ শাহজালাল (সহকারী পরিচালক,জেলা পরিবার পরিকল্পনা অফিস, নারায়নগঞ্জ); ড. মনজুর হোসেন(সহকারী পরিচালক, এমসিএইচ সার্ভিসেস ইউনিট(ডিজি,ফ্যামিলি প্ল্যানিং, ঢাকা); মি.সোহরাব হোসেন,এডলোসেন্ট বিহ্যাভিয়ার চেইঞ্জ ম্যানেজার (পথফাইন্ডার ইন্টারন্যাশনাল, সুখী জীবন) মি. মোঃ সেলিম মিয়া(সহকারী পরিচালক,প্রোগ্রাম, সেরাক বাংলাদেশ) ; ঢাকা আরামবাগ এঞ্জেলস লিও ক্লাব ও নারায়নগঞ্জ রোটারেক্ট ক্লাবের সম্মানিত সভাপতি এ এইচ মিল্টন সহ অসংখ্য ক্লাবের যুব নেতৃবৃন্দ।

সম্মানিত অতিথিবৃন্দ বলেছেন, “বাংলাদেশে বর্তমানে যুবকের সংখ্যা ৮ কোটি ৬০ লাখ; যা মোট জনসংখ্যার ১/৩ ভাগেরও বেশি। প্রজনন স্বাস্থ্য নিয়ে লজ্জা নয়; ঋতুস্রাব/স্বপ্নদোষ একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রজনন স্বাস্থ্য নিয়ে ২৪ঘন্টা যেকোন হেল্প পেতে সুখী কল সেন্টারের ১৬৭৬৭ এই নম্বরে ডায়াল করুন।

Check Also

কুয়াকাটায় ডিসকাউন্ট দিয়েও পর্যটক মিলছে না হোটেল-মোটেলে

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বাড়লেও বুকিং নেই সেখানকার হোটেল-মোটেলে। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *