গ্রিন-দীপ্ত ও নাগরিদের বিশাল জয়

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের (ইমা) ব্যবস্থাপনায় বনানীস্থ শহীদ জায়ান চৌধুরী প্লে গ্রাউন্ডে চলছে ‘ওয়ালটন-ইমা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪।’

আজ প্রতিযোগিতার চতুর্থ দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে জয় পেয়েছে গ্রিন টিভি, দীপ্ত টিভি, নাগরিক টিভি এবং মোহনা টিভি।

এদিন প্রথম ম্যাচে একুশে টেলিভিশন (ইটিভি) আগে ব্যাট করে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭ রান তোলে। জবাবে ৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান তুলে জয়ের লক্ষ্যে পৌছে যায় গ্রিন টিভি। ম্যাচ জিতে নেয় ৯ উইকেটের ব্যবধানে। ম্যাচসেরা হন গ্রিন টিভির সারোয়ার।

গ্লোবাল টিভি ও দীপ্ত টিভির মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে দীপ্ত টিভি। গ্লোবাল আগে ব্যাট করতে নেমে ৯.৫ ওভারে ৭৭ রান তুলতেই অলআউট হয়ে যায়। জবাবে ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে দীপ্ত টিভি ৮২ রান তুলে ম্যাচ জিতে নেয়। ম্যাচসেরা হন দীপ্তর সারোয়ার।

দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় একাত্তর টিভি ও নাগরিক টিভি। নাগরিক টিভি আগে ব্যাট করে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভারে ১৬৩ রান তোলে। জবাবে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান পর্যন্ত যেতে পারে একাত্তর। ৭৭ রানের বড় জয়ে ম্যাচ সেরা হন নাগরিকের লিওন।

চতুর্থ ম্যাচে মোহনা টিভি আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১০ ওভারে ১৩৭ রান তোলে। জবাবে ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭৬ রান পর্যন্ত যেতে পারে এটিএন বাংলা। ৬১ রানের জয়ে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নেন মোহনার রাকিব।

এবারের ওয়ালটন-ইমা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দেশের ২৪টি বেসরকারি টেলিভিশনের কর্মীরা অংশগ্রহণ করেছেন। ২৪টি দলকে মোট ৮টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

দলগুলো হলো:
‘এ’ গ্রুপে- একাত্তর টিভি, নাগরিক টিভি ও নিউজ২৪।
‘বি’ গ্রুপে- গান বাংলা টিভি, নেক্সাস টিভি ও আনন্দ টিভি।
‘সি’ গ্রুপে- ইন্ডিপেন্ডেন্ট টিভি, দুরন্ত টিভি ও বিজয় টিভি।
‘ডি’ গ্রুপে- ডিবিসি নিউজ, চ্যানেল২৪ ও সময় টিভি।
‘ই’ গ্রুপে- যমুনা টিভি, এটিএন বাংলা ও মোহনা টিভি।
‘এফ’ গ্রুপে- বাংলা টিভি, চ্যানেল আই ও চ্যানেল নাইন।
‘জি’ গ্রুপে- গ্রিন টিভি, একুশে টেলিভিশন ও এসএ টিভি।
‘এইচ’ গ্রুপে- গ্লোবাল টিভি, বাংলাভিশন ও দীপ্ত টিভি।

Check Also

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কারস্টেন-গিলেস্পি!

পাকিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *