চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি জমির টপ সয়েল খেটে ইটভাটায় বিক্রির অপরাধে মোহাম্মদ আবুল কাশেম (৪৭) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ মার্চ) দুপুরে লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়নের ফল্লানি বিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
তিনি জাগো নিউজকে বলেন, শুষ্ক মৌসুমের সুযোগে লোহাগাড়া এলাকার কৃষি জমি থেকে টপসয়েল কেটে ইটভাটায় বিক্রি করে দেওয়া হচ্ছে। বড়হাতিয়া এলাকায় এ ধরনের এক অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, টপ সয়েল ফসলের জন্য উপকারী। টস সয়েল খেটে ফেলা হলে জমির উর্বরা শক্তি কমে যায়। ফসলহানি হয়।