চরফ্যাশনে ঘুষ বাণিজ্য মাদ্রাসার অধ্যক্ষ মুঈনুদ্দীনের ভিডিওসহ
চরফ্যাশনে ঘুষ বাণিজ্য মাদ্রাসার অধ্যক্ষ মুঈনুদ্দীনের ভিডিওসহ

চরফ্যাশনে ঘুষ বাণিজ্য মাদ্রাসার অধ্যক্ষ মুঈনুদ্দীনের ভিডিওসহ

চরফ্যাশনে ঘুষ বাণিজ্য মাদ্রাসার অধ্যক্ষ মুঈনুদ্দীনের ভিডিওসহ > এম. লোকমান হোসাঈন ॥ চাকুরি দেয়ার নামে ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মুঈনুদ্দীন সহ যুবলীগ নেতার ঘুষ বাণিজ্য। সাড়ে ৯ লাখ টাকার বিনিময় নৈশপ্রহরী পদে চাকরির আশাস্ত দিয়ে স্থানীয় এক যুবকের কাছ থেকে হাতিয়ে নেন টাকা।

টাকা নেয়ার প্রায় তিন বছর পার হলেও ভূক্তভোগী যুবক ও ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ এর গোলদার হার্ট গ্রামের বাসিন্দা আশ্রাফ আলী আখন এর ছেলে মো: আব্বাস উদ্দিনকে চাকরি না দিয়ে অন্যকে চাকরি দেয়ার পায়তারা করছেন অধ্যক্ষ মাওলানা মো: মুঈনুদ্দীন। স্থানীয় যুবলীগের সভাপতি মনির মাঝির ছোট ভাই কবির মাঝির বয়স সংশোধন (কম করে) ও জাল সনদ তৈরী করে, চাকরি দেয়ার পায়তারা চলছে।

চাকরি না দেয়ায় আব্বাস উদ্দিন তার দেয়া সাড়ে ৯ লাখ টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে তারিয়ে দেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে অবহিৃ করা হলে, অধ্যক্ষকে টাকা ফেরত দিতে লিখিত ভাবে নির্দেশ প্রদান করেন এই সংসদ সদস্য। আব্বাস উদ্দিন জানান, এমপির লিখিত কপির ফটো কপি নিয়ে অধ্যক্ষর সাথে দেখা করতে গেলে উত্তেজিত হয়ে কাগজটি ছেড়ে ফেলেন অধ্যক্ষ এবং টাকা দিতে অস্বিকার করেন

সকল বিমানের নাম ঠিকানাসহ ফোন নম্বর

সকল বিমানের নাম ঠিকানাসহ ফোন নম্বর

গত মার্চ মাসে সময়ের বার্তার পক্ষ থেকে যোগাযোগ করা হলে,ভোলা জেলার চরফ্যাশনের হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মুঈনুদ্দীন টাকা নেওয়ার বিষয়টি শিকার করে, সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন, পাশাপাশী এক মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা শিকার করেন। যদিও অর্ধবর্ত্বি কোন টাকা ফেরত দেন নাই। চরফ্যাশনের হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসায় নৈশপ্রহরী পদে চাকরি দেয়ার কথা বলে অফিস সহায়ক শাহিন ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির মাঝির সাথে অর্থ লেনদেন এর বিষয় কথা হয়।

এসময় শাহিন জানান, অধ্যক্ষকে ৭ লাখ টাকা শাহিনকে ১ লাখ ও যুবলীগ নেতা মনিরকে দের লাখ মোট সাড়ে ৯ লাখ টাকায় চুক্তি হয়। আব্বাস উদ্দিন সময়ের বার্তাকে জানান, শাহিন ও মনির মাঝির কথা মতো ২০২০ সালের ২৫ ডিসেম্বর সকাল প্রায় ৯ টার দিকে অধ্যক্ষর বাসায় বসে উপস্থিত যুবলীগের সভাপতি মনির মাঝি, অফিস সহায়ক শাহিন এর উপস্থিতে আব্বাস উদ্দিন এর বাবা আশ্রাফ আলী আখন ৭ লাখ টাকা অধ্যক্ষ মাওলানা মো: মুঈনুদ্দীন এর হাতে তুলে দেন।

(যার ভিডিও ফুটেজ সময়ের বার্তার কাছে সংরক্ষিত) অফিস সহায়ক শাহিনকে ১ লাখ ও যুবলীগ সভাপতি মনির মাঝিকে দের লাখ টাকা একদিন পর প্রদান করেছেন। (যার কলরেকর্ড সংরক্ষিত) মোট সাড়ে ৯ লাখ টাকা নেওয়ার পর আব্বাসকে চাকরি না দিয়ে মনির মাঝির ছোট ভাই কবির এর ভূয়া সনদ তৈরী ও বয়স কমিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরী করে উক্ত নৈশপ্রহরী পদে চাকরি দেয়ার চেষ্টা করা হচ্ছে।

https://www.facebook.com/somoyerbartabd/videos/168747515856721

টাকা অথবা চাকরি পায়ার দাবী করে, আব্বাস উদ্দিন সময়ের বার্তাকে জানান, চাকরির জন্য বাবা সব সম্পত্তি স্থানীয় এনজিও সহ প্রভাবশালীদের কাছে বন্ধক রেখে চড়া সুদে টাকা এনেছেন। বর্তমান টাকা ফেরত দিতে না পেরে প্রভাবশালীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি ও তার পরিবার। সরকারের সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষর সুদৃষ্টি কামনা করছেন। যাতে করে ন্যায় বিচার পেতে পারেন। চরফ্যাশনে ঘুষ বাণিজ্য মাদ্রাসার অধ্যক্ষ মুঈনুদ্দীনের ভিডিওসহ

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

প্রধান বিচারপতির কাছে নাজির কামরুলের বিরুদ্ধে অভিযোগ

প্রধান বিচারপতির কাছে নাজির কামরুলের বিরুদ্ধে অভিযোগ

প্রধান বিচারপতির কাছে নাজির কামরুলের বিরুদ্ধে অভিযোগ ।।  মিথ্যা মামলা দিয়ে অর্থ বাণিজ্যপ্রভাব খাটিয়ে রায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *