চলতি বছরে বাংলাদেশ ভ্রমণে আসতে পারেন সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার (১১ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি দেশটির প্রধানমন্ত্রীও। আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এ বছরের দ্বিতীয়ার্ধে তার এ সফর হওয়ার কথা রয়েছে।

তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরের অভিজ্ঞতা জানাতে পররাষ্ট্রমন্ত্রীর এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ৫ মার্চ সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ওই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন এবং বাংলাদেশের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকার রয়েছে বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সৌদি আরবের সাথে সম্পর্ককে বহুমাত্রিক সম্পর্কের রূপ দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সৌদিতে ১০ বিলিয়নসহ গালফ দেশগুলোতে ৫০ বিলিয়ন গাছ লাগানোর উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *