ঢাকার রেলওয়ে থানার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ সোমবার তাঁর জামিন মঞ্জুর করেছেন। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর মির্জা আব্বাসের বিরুদ্ধে করা ১১টি মামলাতেই তিনি জামিন পেলেন।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিকেলে প্রথম আলোকে বলেছেন, সব মামলায় মির্জা আব্বাস জামিন পেয়েছেন। তাই তাঁর কারা মুক্তিতে আর কোনো বাধা নেই।
২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর ৩১ অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ছয়টি, রমনা থানায় চারটি এবং ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা হয় বলে আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান।
গত ২১ জানুয়ারি হাইকোর্ট এক আদেশে মির্জা আব্বাসের জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন। এর আগে সর্বশেষ গতকাল রোববার প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা মামলায় মির্জা আব্বাস জামিন পান।