ঝালকাঠি জেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও সাধারণ সম্পাদক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর নির্বাচিত হয়েছেন।
রোববার রাজধানীর মগবাজারে অবস্থিত ওয়াকফ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে দুই বছর মেয়াদী ৪৩ সদস্য বিশিষ্ট্য গঠিত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সচিব কামাল হোসেন, অতিঃ ডিআইজি তাপতুন নাসরীন, যুগ্মসাধারণ সম্পাদক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া পিপিএম, অতিরিক্ত কমিশনার(কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ) মো. ফজলুল হক, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ উপকর কমিশনার আল আমিন, সাংগঠনিক সম্পাদক যুগ্মসচিব মো.মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
এছাড়াও দপ্তর সম্পাদক এডিসি ডিবি ডিএমপি মো. ইলিয়াছ হোসেন পিপিএম, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দীন খাঁন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এডিসি অ্যাডমিন) কাজী মাকসুদা লিমা পিপিএম বার, কর্মসংস্হান সহায়তা সম্পাদক মো. ইরশাদ হাসান, দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুল লতিফ খান, সমাজ কল্যাণ সম্পাদক সমীর কুমার রজক দাস, আইন বিষয়ক সম্পাদক সিনিয়র সহকারী জজ মো. মওদুদ আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুজ্জামান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ, অমল কৃষ্ণ মন্ডল, অধ্যাপক আ ন ম শাহাদাৎ প্রমূখ।