চৈত্রের শুরুতে এক দিনে দুই দফার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে রমজানের বিকেলে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। যানজটে আটকা পড়ে অনেককে রাস্তায় ইফতার করতে হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল তিনটার দিকে প্রথম দফায় বৃষ্টি নামে। মুষলধারের বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মধ্যেই ইফতারের সময় আরেক দফা বৃষ্টি হয়। এতে জলাবদ্ধতার পরিমাণ বেড়ে যায়। অনেক এলাকায় দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট, রাজারবাগ, পল্টন, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, গুলিস্তানসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতার কারণে ঈদের কেনাকাটায় বাধাগ্রস্ত হচ্ছে। অনেক দোকানি ফুটপাতে দোকান নিয়ে বসতে পারছেন না।
মূল সড়কের পাশাপাশি অলিগলিও ডুবে গেছে পানিতে। অনেক সড়কে গাড়ি বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
বিকেলে অফিস ফেরত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় বেশি। রাজধানীর মতিঝিলে অফিস সেরে রামপুরায় এসে ইফতার করতে পারেননি আবিদুর রহমান। তিনি বলছিলেন, যানজটের কারণে রাস্তাতেই তাকে ইফতার সারতে হয়।
বিকেল থেকে রাজধানীর সড়কে গাড়ির জট লাগতে থাকে। ইফতারের পর পর্যন্ত যানজট ছিল। তবে ইফতারের পর সড়ক আস্তে আস্তে ফাঁকা হয়। তবে জলাবদ্ধতার কারণে অনেক সড়কে জনসাধারণকে ভোগান্তি পোহাতে দেখা গেছে।
মতিঝিল ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ জানান, বৃষ্টিপাতের কারণে রাস্তায় গাড়ির চাপ বেশি। যান চলাচল স্বাভাবিক রাখতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।