তীব্র দাবদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের সব ক্লাস আগামী ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে হবে। তবে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।
রোববার (২১ এপ্রিল) বিকেলে ববির জনসংযোগ অফিসের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ওপর দিয়ে তীব্র দাবদাহ প্রবাহিত হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়াসহ নানাবিধ স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
তাই রোববার বিকেলে ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে জরুরি সভা হয়। সেই সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসাথে শিক্ষার্থীদের হল অথবা বাসায় থাকাসহ অন্যান্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেন উপাচার্য।