ধর্ষণ মামলায় ফের কারাগারে মুবিনুল, ধর্ন্যাঢ্য নারীদের ব্লাকমেইল করে মাদ্রাসা নির্মাণ!

ধর্ষণ মামলায় ফের কারাগারে মুবিনুল, ধর্ন্যাঢ্য নারীদের ব্লাকমেইল করে মাদ্রাসা নির্মাণ!

ধর্ষণ মামলায় ফের কারাগারে মুবিনুল, ধর্ন্যাঢ্য নারীদের ব্লাকমেইল করে মাদ্রাসা নির্মাণ! স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে দায়ের করা এক ধর্ষণ মামলায় কারাগারে কাশিপুরস্থ দারসুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক মুবিনুল ইসলাম। দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন নারীদের সাথে অবাধে মেলামেশা করে এবং তাদের ফাঁদে ফেলে হয়রানী করে আসছিলেন।

অবশেষে ভুক্তভোগি এক নারীর করা ধর্ষণ মামলায় আজ মঙ্গলবার বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, মুবিনুল ইসলাম সাম্প্রতিক সময়ে বরিশাল নগরীর বহুল আলোচিত-সমালোচিত একজন ব্যক্তি।

কোডিং শেখার গুরুত্ব ও সম্ভাবনা of learning coding

তিনি কাশিপুরস্থ দারসুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক। মুবিনুল এর গ্রামের বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলায়। বড় ভাই বরিশাল নগরীর রূপতালী হাউজিং এ একটি কওমি মাদ্রাসার পরিচালক।

কয়েক বছর আগে ভাইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির সুবাধে তিনি বরিশালসহ দেশের বিভিন্ন স্থানের বাসিন্দা, শিক্ষার্থীদের মা ও বোনদের সাথে কৌশলে অবৈধ সম্পর্ক গড়ে তুলে বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। পরে বড় ভাই বিষয়টি বুঝতে পেরে তার এমন অপকর্মের কারণে তাকে মাদ্রাসা থেকে বের করে দেন।

পরে নিজেই কাশিপুর বাজার সংলগ্ন ব্র্যাক অফিসের পাশে মাদ্রাসা স্থাপন করে ফের প্রতারণা শুরু করেন তিনি। সাথে সহজ সরল নারীদের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুটে নেওয়ার কার্যক্রমও অব্যহত রাখেন।

আর্থিক অনুদানের জন্য আবেদন (নমুনা)

তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল প্রবাসীদের স্ত্রী ও ডিভোর্সী নারী। এসব নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে উল্টো তাদেরই ব্লাকমেইল করে অবৈধ সম্পর্কে গড়ে তোলেন। হাফেজ মুবিনুল ইসালামের কথায় বাইরে গেলে স্বামী-স্বজনদের কাছে গোপনে ধারণ করা ভিডিও পৌঁছে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে অবাধ মেলামেশা চালিয়ে যান তিনি।

এদিকে লোক-লজ্জার ভয়ে সর্বশান্ত হয়েও এড়িয়ে যান প্রতারিত এসব নারীরা। অবশেষে এবার বরিশাল নগরীর বাসিন্দা হাফেজ মুবিনুল ইসলামের অপর্কমের বিষয় নিয়ে আদালতের দারস্থ হন। গতকাল মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে দায়ের করা ধর্ষণ মামলায় আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে দেন।

মুবিনুল ইসলাম কিছুদিন পূর্বে তারই মাদ্রাসায় একজন নারীসহ স্থানীয়রা ও ওই নারীর স্বামী আটক হন। পরে পুলিশ থানায় নিয়ে গেলে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। মুবিনুলের স্ত্রী জানান, এর আগে প্রায় ৫ জন নারীর সার্থে অবৈধ সম্পর্কে তিনি আটক হন। এবিষয় স্ত্রী জানতে চাইলে উল্টো মারধরের শিকার হন তার স্ত্রী।

US VISA: আমেরিকা যাওয়ার সহজ উপায়

এলাকাবাসী জানান, মুবিনুল নিজেকে আমেরিকান নাগরিক দাবী করে সুকৌশলে মাদ্রাসায় পড়তে আসা শিশু শিক্ষার্থীদের মা এবং নারী স্বজনদের সার্থে অবৈধ সম্পর্কে জড়িয়ে গোপনে ভিডিও ধারণ করতেন। বিশেষ করে ধর্ন্যাঢ্য নারীদের ব্লাকমেইলিং করে অর্থ হাতিয়ে নিজের নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছে তিনি।

এর আগে ওই মাদ্রারসার একজন শিশু ছেলে শিক্ষার্থীর সাথে অবৈধ কার্যকালাপের কারণে সালিশী পর্যন্ত হয়। পরে ওই ছেলের পরিবারারের কাছে ক্ষমা চেয়ে রক্ষা পান তিনি। মুবিনুল ইসলাম এর বিরুদ্ধে ধর্ষন মামলা ছাড়া চেক জালিয়াতি, জমি দখল সহ একাধিক মামলা আছে।

এছাড়া মুবিনুল ইসলাম এর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সহ সরকারের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন লেবাসধারী ধর্মব্যবসায়ী, লম্পট, অত্যান্ত নারীলোভী, দুঃশ্চরিত্রবান, অর্থলোভী, ভূমিদস্যু, দুর্দান্ত ডিজিটাল প্রতারক, অন্যের সুনাম নষ্টকারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকারী অপরাধী।

কোম্পানী আইন কি শেয়ার-মূলধন, হিসাবে নিবন্ধন (তৃতীয় খন্ড)

অন্যের সম্পর্কে মিথ্যা, বানোয়াট, অসত্য ও মনগড়া তথ্য পরিবেশন পূর্বক ভিক্টিমকে চাপে ফেলে অবৈধভাবে লাভবান হওয়াই তার পেশা। উক্ত মুবিনুল এর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইন-২০০০ এর ৯(১) ধারা তৎসহ দন্ডবিধি-১৮৬০ এর ৩২৩/৫০৬(২) ধারায় জি.আর-২৭/২০২৪ (এয়ারপোর্ট) মামলা, সি.আর- ১০৪৯/২০২৪ (এয়ারপোর্ট), সি.আর-১০৫০/২০২৪ (এয়ারপোর্ট), সি.আর- ১০৫১/২০২৪ (এয়ারপোর্ট), সি.আর-১০৫২/২০২৪ (এয়ারপোর্ট), সি.আর-১০৫৩/২০২৪ (এয়ারপোর্ট), দেওয়ানী মোং নং-৪০৪/২০২০, সাধারন ডায়েরী নং- ৩৪৮, তাং ০৯/০৯/২০২৪, সাধারন ডায়েরী নং- ৩০৮, তাং- ০৪/০৯/২০২৪ ও সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা নং ১৫৪/২৪ সহ আসামীর বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিদের দায়েরকৃত পরোকীয়া, মারধর, ভূমি আত্মসাৎ ও জবরদখল, অর্থ আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, প্রতারনা,

আঘাত, প্রান নাশের ভয়ভীতি প্রদর্শন করা সহ বিভিন্ন অপরাধে অগণীত ফৌজদারী, দেওয়ানী, সাধারন ডায়েরী, পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগসহ নানাবিধ মামলা মোকদ্দমা আছে। সর্বশেষ বিগত ৩০-০৮-২০২৪ খ্রিঃ তারিখে লম্পট ও পরোকীয়া প্রেমে আসক্ত উক্ত মুবিনুল জনৈক একজন নারী ৪২ বছর বয়সী অন্যের স্ত্রীর সাথে তাহার দারসুল কুরআন নামীয় প্রতিষ্ঠানে বসিয়া অনৈতিক কর্মকান্ড করাকালীন উক্ত মহিলার স্বামীর কাছে ও স্থানীয় লোকজনের কাছে হাতেনাতে ধরা পরলে এয়ারপোর্ট খানা কর্তৃপক্ষ উক্ত মুবিনুলকে ধৃত করিয়া থানায় নিয়া আসে।

পরে মান সম্মানের ভয়ে উক্ত মহিলার স্বামী মামলা না করায় ১নং আসামী মুচলেকা দিয়া সেবারের মত ছাড়া পায়। যাহা সকল বরিশালের প্রায় সকল পত্রপত্রিকায় প্রিন্টেড সংবাদ আকারে এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ভিডিও সংবাদ আকারে প্রকাশীত হয়। উক্ত মুবিনুল এর পরিচালনাধীন দারসুল কুরআন একাডেমি” নামীয় হাফেজিয়া মাদরাসায় আমার পূত্র পড়াশোনা করার সুবাধে তার সাথে পরিচয় হয়।

দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী

উক্ত পরিচয়ের সূত্র ধরিয়া উক্ত মুবিনুল ফুসলাইয়া (২০.০০) শতাংশ জমি ক্রয় করাইয়া দেওয়ার কথা বলিয়া এক কোটি ষাট লক্ষ টাকা নগদ গ্রহন করে। একপর্যায়ে, উক্ত মুবিনুল শর্তানুযায়ী আমার বরাবরে উক্ত জমির দলিল রেজিস্ট্রি না করাইয়া দিয়া, নিজেই নিজের নামে সাবকবলা দলিল নং ১০২২০, তারিখঃ ২৪-০৭-২০২৩ খ্রিঃ সহ আরো একটি দলিল রেজিস্ট্রি করিয়া নেয় ও তাহাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়া ২০-০১-২০২৪ খ্রিঃ তারিখ শনিবার বিকাল অনুমান (৪.০০) ঘটিকার সময় নালিশকারীর গ্রামের বাড়িতে একটি সালিশী বৈঠক হয়। উক্ত দিন সালিশী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে আসামী তাহার নিজ নামীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, এর তাহার নিজ নামীয় মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ২০৫০……৩৭৬১২৮১৭ এর ২০-০১-২০২৪ খ্রিঃ তারিখের স্বাক্ষরিত মোট এক কোটি ষাট লক্ষ টাকা মূল্যমানের ৫টি চেক প্রদান করে।

যার প্রেক্ষাপটে অপর্যাপ্ত তহবিলের কারনে বিজ্ঞ আদালতে মামলা হয়। এছাড়া মুবিনুল নিজেকে সেনাবাহিনীর ক্বেরাত ও আজান টিমের প্রশিক্ষক হিসেবে প্ররিচয় দিয়া বাংলাদেশ সেনাবাহিনীকে অবৈধভাবে ব্যবহার করার হুমকী দিয়া আসছেন।

ধর্ষণ মামলায় ফের কারাগারে মুবিনুল, ধর্ন্যাঢ্য নারীদের ব্লাকমেইল করে মাদ্রাসা নির্মাণ!

কোটা সংস্কার আন্দোলনে শহীদদের তালিকা সংগ্রহ চলছে-২০২৪

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *