পরিবারের সঙ্গে অভিমান করে হাতিরঝিলের ব্রিজ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)।

পুলিশ বলছে, মৃত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সঙ্গে রাগারাগি করে অভিমানে তিনি হাতিরঝিলের পানিতে আত্মহত্যা করেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জাগো নিউজকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে হাতিরঝিল রামপুরা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরবর্তীসময়ে অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। বাবার নাম ফজলুল কাদের চৌধুরী। রাজধানীর উত্তর শাহজাহানপুরে তিনি পরিবারের সঙ্গে থাকতেন।

কীভাবে তিনি মারা গেলেন জানতে চাইলে ওসি আওলাদ হোসেন বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত আওলাদ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রোববার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে যান তিনি। সোমবার হাতিরঝিলে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *