স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে করা শিল্পা শেঠির একটি পোস্ট উঠে এল শিরোনামে। রাজের গ্রেফতারির আগে শিল্পা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মাথা ঠান্ডা রাখার শক্তি অর্জন করুন।’
গত সোমবার (১৯ জুলাই) পর্ন ছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। সেই গ্রেফতারির আগেই নেটমাধ্যমে এ পোস্ট করেছিলেন শিল্পা।
ইনস্টাগ্রামে একটি বিশেষ যোগাভ্যাসের ভিডিও পোস্ট করে শিল্পা লিখেছিলেন, ‘আমাদের চারপাশে যা ঘটছে, তা বদলে দেয়ার শক্তি আমাদের সবসময় থাকবে না। কিন্তু আমাদের নিজেদের ভেতরের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরাই। আর তা সম্ভব একমাত্র যোগের মাধ্যমে।’