পায়ুপথ বিহীন শিশু সাবিকুন! প্রয়োজন উন্নত চিকিৎসা> প্রয়োজন উন্নত চিকিৎসা>শিশু সাবিকুন নাহারে জন্মগতভাবে তৈরি হয়নি পায়ুপথ>দিন দিন ফুঁলে উঠছে তার পেট>
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ছোট শিশু সাবিকুন নাহার। জন্মগতভাবে পায়ুপথ তৈরি হয়নি। প্রসাবের রাস্তা দিয়ে মল ত্যাগ করতে হয়। এ কারনে দিন দিন তার পেট ফুঁলে উঠছে।
অন্য শিশুদের মত সে স্বাভাবিক ভাবে চলা ফেরাও করতে পারছেনা। এই সুন্দর পৃথিবীতে দীর্ঘ কাল সকলে বাঁচতে চায়। কিন্তু এই শিশুটির সেটা যেন ক্রমশই ম্লান হয়ে যাচ্ছে।
গেস্ট ব্লগিং কি এবং কেন গুরুত্বপূর্ণ? (জানুন A TO Z)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ গ্রামের এক অসহায় প্রতিবন্ধি বাবা-মায়ের ঘরে দুই বছর আগে জন্ম গ্রহন করে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না।
তাই শিশুটিকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের সহায়তা কামনা করেন প্রতিবন্ধি পরিবারটি। স্থানীয় সূত্রে জানা যায়, পিতা বাক প্রতিবন্ধি জামাল তালুকদার ও মা জান্নাতি বেগম বুদ্ধি প্রতিবন্ধির কোল জুড়ে জন্ম হয় ফুট ফুটে শিশু সাবিকুন নাহারের।
শিশুটি জন্মে এই পরিবারটি খুবই খুশি ছিল। কিন্তু তার জন্মগতভাবে পায়ুপথ তৈরী না হওয়ায় মুহুর্তে তাদের খুশি যেন কলো মেঘে ঢাকা পরে।
পায়ুপথ বিহীন শিশু সাবিকুন! প্রয়োজন উন্নত চিকিৎসা
সেই থেকেই এ দু’বছর শিশুটিকে স্থনীয় ভাবে বিভিন্ন চিকিৎকের দ্বারস্থ হয়েছে পরিবার। তবে সকলেই পরামর্শ দিয়েছে উন্নত চিকিৎসার। নুন আনতে পান্তা ফুড়ানো অসহায় প্রতিবন্ধি বাবা-মায়ের পক্ষে অর্থাভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলীন বলেন, এটি ইমপারফরাটেড এ্যানাস রোগ। এ রোগে জন্মগতভাবে পায়ুপথ তৈরী হয় না।
চিকিৎসা করালে শিশুটি তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তবে এ পরিবারটি অসহায় ও প্রতিবন্ধি হওয়ায় তাদের সহায়তা করার জন্য সকলের এগিয়ে আসা উচিত।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF