ফিনল্যান্ডের স্কুলে বন্দুক হামলার ঘটনায় তিন শিশু আহত

ফিনল্যান্ডের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিন শিশু আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভানতা শহরের একটি স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ৯টার কিছু সময় আগে ভিয়েরতোলা স্কুলে হামলার ঘটনার পর পরই তারা সেখানে পৌঁছান। সে সময় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়।

এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। হামলার সময় ওই স্কুলে ৮০০ শিক্ষার্থী এবং ৯০ জন স্টাফ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ঘটনাস্থল থেকে দুটি অ্যাম্বুলেন্সকে বেরিয়ে যেতে দেখেছেন।

হামলায় আহত শিশুদের সবার বয়স ১৩ বছর বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বয়সও ১৩ বছর। ওই স্কুলের শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১৫ বছর।

ফিনল্যান্ডের চতুর্থ বৃহত্তম শহর ভানতা। এর জনসংখ্যা প্রায় ২ লাখ ৪০ হাজার। ২০০৭ এবং ২০০৮ সালে দেশটির দুটি স্কুলে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

২০০৭ সালে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী অপর সাত শিক্ষার্থীকে এবং তার প্রধান শিক্ষককে গুলি করে। তুসুলা শহরে ওই হামলার ঘটনা ঘটেছে।

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *