নিজস্ব প্রতিবেদকঃ
মোঃ মেহেদী হাসান নামে এক মাদ্রাসা ছাত্র বরিশাল নগরীর কাউনিয়া থেকে হারিয়ে গিয়েছে। তার পিতার নামঃ মোঃ জামাল তালুকদার, ঠিকানাঃ বাটাজোড়, গৌরনদী, বরিশাল। গায়ের রং শ্যামলা, বয়স ১৪ বছর, লম্বা প্রায় ৫’ ফিট। বরিশাল নগরীর কাউনিয়ার হাউজিং এলাকায় লাউহে মাহফুজ মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যায়নরত ছিল। গত ২ তারিখ সোমবার বেলা ১১ টার পর থেকে বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এর লাউহে মাহফুজ মাদ্রাসা থেকে নিখোজ হয়। নিখোজের সময় তার গায়ে পাজামা পাঞ্জাবি ছিলো। অনেক খোঁজা খুঁজির পরেও কোথাও খোজ মিলেনি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান পান তাইলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করবেন।
মোঃ জামাল তালুকদার
মোবাইলঃ 01713953508
মোঃ কবির হোসেন
মোবাইলঃ 01721431845