বরিশালে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সিয়াম নিখোঁজ
বরিশাল থেকে মোঃ শহিদুল ইসলাম :: বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ড নিউ সার্কুলার রোড এলাকা থেকে সিয়াম (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছেন! নিখোঁজের এক রাত পেরিয়ে গেলেও এখন উদ্ধার হয়নি।
গতকাল রবিবার রাতে প্রতিদিনের মতো গাজীবাড়ী মসজিদে এশার নামাজ আদায় করতে যান সিয়াম, সময় পেরিয়ে গেলেও বাসায় ফিরে না আশায়, খুজতে শুরু করেন বাবা মা,সারারাত ধরে আত্মীয় স্বজনের বাসায় খোজাখুজির পরও কোন সন্ধান পাচ্ছেন তারা।
আরো পড়ুন: ৬ মাসের শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালো প্রবাসীর স্ত্রী
আরো পড়ুন: ৯ম-১০ম শ্রেণি: বাংলা-২য় পত্র ২য় অধ্যায়ের MCQ উত্তরসহ
এ রির্পোট লেখা পর্যন্ত তার হদিস মিলেনি। নিখোঁজ সিয়ামের বাবা রতন খান একজন গাড়ি চালক তার পরিবার নিয়া গাজীবাড়ি মসজিদ এলাকার মোঃ শহিদুল ইসলামের বাসায় ভাড়া থাকেন।সিয়াম নগরীর অক্সফোর্ড মিশন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।নিখোঁজ সিয়ামের মা জেসমিন বটতলা আলপনা টেইলারিং এর কাজ করেন।
এ সময় তিনি জানান, গতকাল এশার নামাজ পড়তে বাসা থেকে বের হলে আর বাসায় ফিরে আসে নি। অনেক খোঁজাখুজির পর না পেয়ে সোমবার ১১ টার দিকে থানায় গেলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ২৪ ঘন্টা না পেরুলে অভিযোগ গ্রহণ করা হবে না বলে তারা জানান।
তবে বিষয়টা তারা দেখবে বলে সিয়ামের মাকে জানিয়েছেন। একমাত্র ছেলে সিয়ামকে হারিয়ে মা বাবা ভেঙ্গে পরেছেন। তারা সিয়ামের খোজে পাগলের মতো ছুটছেন বিভিন্ন স্থানে।যদি কেউ নিখোঁজ সিয়ামের খোজ পেয়ে থাকেন তা হলে এই নম্বর যোগাযোগ করতে বলা হলো- ০১৯৮২৯৫৯৫০৩