বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

শুরুটা দুর্দান্ত। মাঝে ছন্দপতন। শেষটাই তীব্র লড়াই। তাতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। বড় কিছুর হাতছানি থাকলেও বাংলাদেশের বোলারদের দারুণ প্রত্যাবর্তনের গল্পে শ্রীলঙ্কা খুব বেশিদূর যেতে পারেনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে ২৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। সবকটি উইকেট হারিয়ে অতিথিরা ৪৮.৫ ওভারে গুটিয়ে যায় ২৫৫ রানে। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামে ২৮৮ রান করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। তবে আজকের কাজটা এতোটাও সহজ হবে কিনা সেটা বিরাট প্রশ্নের।

টস জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা যেভাবে করেছিল শেষটা এমন হবে তা ধারণা করতে পারেনি কেউই। উদ্বোধনী জুটিতে ৯.৫ ওভারে ৭১ রান তুলে আভিশকা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা ভয় ধরিয়েছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু নতুন বলে তানজীম হাসান সাকিবের এক স্পেলেই সব ওলটপালট। নিজের পরপর ৩ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে স্বাগতিক শিবিরে কাঁপন ধরিয়ে দেন।

এরপর বাংলাদেশ ম্যাচের নাটাই নিজের কাছেই রেখেছিল। যদিও লড়াই করেছিল কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগে। দুজনের জুটিতে এসেছিল ৬৯ রান। এরপর প্রথম ইনিংসের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের কাছেই।

লিয়ানাগে দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন। ৬৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন তরুণ ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেছেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার অধিনায়ক ৭৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান।

বাংলাদেশের তিন পেসার শরিফুল, তাসকিন ও তানজিম ৩টি করে উইকেট পেয়েছেন। মিরাজের পকেটে গেছে ১ উইকেট।মোস্তাফিজের পরিবর্তে সুযোগ পাওয়া তানজিম ৪৪ ওভারে ৩ উইকেট পান। নিজের কোটার ওভার শেষ করতে পারেননি। ৮. ৪ ওভার শেষে মাঠ ছাড়েন। তাসকিন ও শরিফুল শুরুতে ব্যয়বহুল থাকলেও পরে ফিরে এসেছে ভালোভাবেই। তাতে লক্ষ্য নিজেদের নাগালের বাইরে যেতে দেননি তারা।

বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। এবার ব্যাটসম্যানদের পালা।

Check Also

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কারস্টেন-গিলেস্পি!

পাকিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *