রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।
এসময় ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৫টি টিম বাজার তদারকি করে। অন্য বিভাগীয় শহরগুলোসহ দেশের মোট ৫০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
এদিন সারাদেশে ৫৪টি টিম বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।