বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেছেন, বিমানে কেউ অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে এবং ভালো করলে তাকে পুরস্কৃত করা হবে।
রোববার (২৪ মার্চ) বিমান এয়ারলাইন্সের কল সেন্টার উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তাকে জানানো হয় যে বিমানের টিকেট পাওয়া যায় না, কিন্তু সিট খালি যায়। এটা কীভাবে সম্ভব হচ্ছে?
এ ধরনের প্রশ্নের উত্তরে বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর টিকেট বুকিং ও ক্রয় সকল ডিস্ট্রিবিউশন সিস্টেমে উন্মুক্ত রয়েছে। আপনি বিমান ওয়েবসাইট, বিমান মোবাইল অ্যাপস, বিমান সেলস কাউন্টার, বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির নিকট হতে টিকেট ক্রয় করতে পারবেন।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিরুদ্ধে ঢালাওভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে একটি কুচক্রী মহল। তারা স্যোশাল মিডিয়াতে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও ছবি দিয়ে এ অপপ্রচার চালাচ্ছে।