স্টাফ রিপোর্টার:মোঃআইফুল ইসলাম জাহিদ
কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ৪নং শশীদল ইউনিয়ন এর সাবেক ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়ন এর যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বৃহৎত্তর ওয়াশিংটন ডিসির আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন। এরা দুজনেই একি ইউনিয়ন এর বাসিন্দা, দীর্ঘ এগারো বছর পর দেখা হয় এই দুইজনের, সাক্ষাত কালে দুজনের মধ্যে অতীতের ও বর্তমান রাজনীতি নিয়ে অনেক আলোচনা করা হয়। এসময় মোঃ জামাল হোসেন তাদের ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির জন্য আহ্বান জানান এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের উক্ত আহ্বানে সারাদিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান আছে বলে জানিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় আট মাস ধরে,ইতোমধ্যেই তিনি বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজের মধ্যদিয়ে উপজেলা জনগণের মনে স্থান করে নিয়েছেন।একই উপজেলার চেয়ারম্যান ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এর আপন বড়ভাই প্রয়াত আবু তাহের সাহেব। বর্তমান উপজেলা চেয়ারম্যান বলেন আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন আমার বড়ভাই প্রয়াত আবু তাহের সাহেব এবং ব্রাক্ষণপাড়া ও বুড়িচং (কুমিল্লা ৫ আসন)এর সাবেক এমপি ও সাবেক সফল আইন মন্ত্রী প্রয়াত এড.আব্দুল মতিন খসরু, চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের বলেন আমার বড়ভাই প্রয়াত আবু তাহের সাহেব এবং প্রয়াত এড.আব্দুল মতিন খসরু ভাইয়ের অনেক সপ্ন ছিল এই উপজেলা নিয়ে এবং সেই সপ্ন গুলো কে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং আমার বর্তমান রাজনৈতিক অভিভাবক এড.আবুল হাসেম খান (এমপি কুমিল্লা ৫)র’ নির্দেশনা অনুযায়ী উপজেলার অন্যান্য নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি ব্রাক্ষণপাড়া উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। উপজেলা নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান বিপুল ভোটে জয় লাভ করে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন।