ভারতে মিসজিদের ইমামকে পিটিয়ে হত্যা!

ভারতের রাজস্থানে মসজিদের ভেতরে এক ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশ পরিহিত তিন দুর্বৃত্ত। রাজস্থানের আজমিরে শনিবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

আজমিরের রামগঞ্জের কাঞ্চননগরে অবস্থিত ওই মসজিদের ভেতরে ছয় শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন উত্তরপ্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা মোহাম্মদ মাহির (৩০) নামের ওই ইমাম।

এ সময় হামলা করে দুর্বৃত্তরা এবং বেধড়ক লাঠিপেটা শুরু করে। মারধরের সময় ইমামের সন্তানরা চিৎকার করলে তাদেরও মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। তারা মাহিরকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

হামলাকারীরা চলে যাওয়ার পর ইমামের শিশু সন্তানরা মসজিদের বাইরে এসে প্রতিবেশীদের বিষয়টি জানায়।

এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।

হত্যার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Check Also

গাজায় যুদ্ধবিরতিই সেরা উপায়: ব্লিঙ্কেন

গাজার বর্তমান যে পরিস্থিতি এতে যুদ্ধবিরতিই সবচেয়ে সেরা উপায় বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *