নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মহাপ্লাবনের জন্য ৫১ বছরের সকল সরকার দায়ি। ১২২ বছরের সবচেয়ে বড় বন্যার জন্য ভারতও সমান দায়ি। সেই দায়ের কথা ভুলে বন্যাক্রান্তদেরকে নিয়ে মন্ত্রীরা তামশা করছে, দ্রুত তামশা বন্ধ করে বন্যাক্রান্তদের যথাযথ কল্যাণে নিবেদিত থাকা সরকারের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনে অবহেলা করলে ইতিহাস ক্ষমা করবে না।
প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে তোপখানা রোডস্থ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১৯ জুন বেলা ১১ টায় সিলেটসহ ১০ জেলার বন্যাক্রান্তদের সহায়তা তহবিল গঠনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা, সামিয়া মাহী প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে এসে সরাসরি যে কোন অংকের অর্থ দান করতে পারবেন বলে জানান।