স্টাফ রিপোর্টার :: গত ১৪ আগস্ট ০৯ নং মাকরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ আবি আবদুল্লাহ এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোসাঃ সাদিয়া আক্তার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জনাব তারিকুল ইসলাম (সোয়েব), জনাব জসিম উদ্দিন হাং, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোসাঃ শিমুল আক্তার এবং পদাধিকার বলে সদস্য হয়েছেন ইউ.পি. সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম এবং সদস্য সচিব সালমা নার্গিস।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জনাব মোঃ আব্দুর রব এবং অএ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জনাব মোঃ জহিরুল ইসলাম জাফর নির্বাচিত হয়েছেন। এছাড়া জমিদাতা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জনাব সায়েম এহেতেসাম। (প্রেস বিজ্ঞপ্তি).