মোটরসাইকেল দুর্ঘটনায় হলিউড তারকা নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৭ বছর বয়সী হলিউড তারকা চ্যান্স পেরদোমো। আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ সূত্রে এমনটাই জানা গেছে।

৩০ মার্চ এক বিবৃতিতে এ তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, এক মোটরসাইকেল দুর্ঘটনায় চ্যান্স পেরদোমোর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়নি। এই কঠিন সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি।’

তবে দুর্ঘটনাটি কবে, কোথায় ঘটেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এ সম্পর্কে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগও গণমাধ্যমকে জানাতে পারেনি। চ্যান্স পেরদোমো টিভি সিরিজ ‘জেন ভি’ ও ‘চিলিং অ্যাডভেঞ্চারস অব সাবরিনা’ দিয়ে তুমুল পরিচিতি লাভ করেন।

সদ্য প্রয়াত হলিউড তারকা চ্যান্স পেরদোমো ১৯৯৬ সালের ১৯ অক্টোবর লস অ্যাঞ্জেলেস জন্মগ্রহণ করেন। পরে মায়ের সঙ্গে শৈশবেই তিনি যুক্তরাজ্যে চলে আসেন। অভিনয় শেখার আগ্রহ নিয়েই লন্ডনের ন্যাশনাল ইয়ুথ থিয়েটারে ভর্তি হন।

চ্যান্স পেরদোমো সিনেমায় অভিনয়ের আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেন। তবে সিনেমার চেয়ে টিভি সিরিজ দিয়ে তিনি বেশি জনপ্রিয়তা লাভ করেন।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *