রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন এক দোকান কর্মচারী। তার নাম মনির হোসেন। শুক্রবার (২২ মার্চ) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মনির হোসেনের স্ত্রী জেসমিন জানান, তার স্বামী গুলিস্তান এলাকার একটি কাপড়ের দোকানের কর্মচারী। নোয়াখালী থেকে তাগাদার ৫০ হাজার পাওনা টাকা নিয়ে লাল সবুজ পরিবহনের বাসে ঢাকায় ফিরছিলেন। এ সময় বাসের ভেতরে অজ্ঞান পার্টির প্রতারক চক্ররা তাকে কিছু খাইয়ে অচেতন করে সুকৌশলে তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে কেটে পড়ে।
পরে শনির আখড়া এলাকায় গাড়ির ভেতরেই অসুস্থ হয়ে পড়লে মোবাইল ফোনে ওই গাড়ির হেলপার বিষয়টি মনিরের স্ত্রীকে জানান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক চিকিৎসা শেষে তাকে ভর্তি করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, জরুরি বিভাগে চিকিৎসা শেষে ওই ব্যক্তিকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।