রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারে আমিনুর রহমান (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দেওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
আমিনুর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কাঠালবাড়ি গ্রামের মো. শামীম রহমানের ছেলে। তিনি এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতেন।
আমিনুরের ভাই মো. মাইনুল ইসলাম বলেন, আমার ভাই পড়াশোনার পাশাপাশি রাইট শেয়ারিং করত। রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে সে তার রুমে চলে যায়। পরে দেখতে পাই তার রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত রয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু বলতে পারি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।