রাজধানীর চীনা মেডিকেলের বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে এইচ এম রায়হান আহাদ (২৩) নামে এক মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চীনের একটি বেসরকারি মেডিকেলের বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হানকে হাসপাতালে নিয়ে আসেন তার সঙ্গে একই বাসায় থাকা ডা. রেজা। গণমাধ্যমকে তিনি বলেন, মালিবাগের একটি ফ্ল্যাটে পাশাপাশি কক্ষে থাকতেন তারা। রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করতেন। করোনার সময়ে তিনি দেশে চলে আসেন। পরবর্তীতে অনলাইনে ক্লাস করতেন।

রায়হানের মানসিক অবসাদের কথা জানিয়ে ডা. রেজা বলেন, কয়েকদিন আগে ওই মেডিকেল কর্তৃপক্ষ তাকে চীনে যেতে বলে। তবে পারিবারিক অসচ্ছলতার কারণে তার পক্ষে চীনে যাওয়া সম্ভব ছিল না। এতে রায়হান হতাশ হয়ে পড়েন। বেশ কয়েক মাস ধরে তিনি রাজধানীর বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু এতেও অনেক টাকা লাগবে বলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে শুয়ে ছিলেন রায়হান। কিছুক্ষণ পরে তারা সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করেন। এরপর দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *