রূপাতলীর শ্রমিক নেতা সুমন মোল্লাকে হত্যাচেষ্টা

রূপাতলীর শ্রমিক নেতা সুমন মোল্লাকে হত্যাচেষ্টা

রূপাতলীর শ্রমিক নেতা সুমন মোল্লাকে হত্যাচেষ্টা> স্টাফ রিপোর্টার ॥ বাস টার্মিনাল দখলে ব্যর্থ হয়ে রূপাতলীর শ্রমিক নেতা আরিফুল ইসলাম (সুমন মোল্লাকে) সন্ত্রাসী কর্তৃক হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। গত বেশ ককেদিন যাবৎ বিসিসি মেয়র সাদিক ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি’র সমর্থিত দুই গ্রুপের পাল্টা-পাল্টি মহড়ায় উত্তাপ্ত হয়ে পরে বরিশাল নগরীর ব্যস্ততম রূপাতলী এলাকা। রূপাতলীর শ্রমিক নেতা সুমন মোল্লাকে হত্যাচেষ্টা

অবশেষে দখলে ব্যর্থ হয়ে সাধারণ শ্রমিকদের শ্রমিকবান্ধব ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির অনুসারী শ্রমিক নেতা সুমন মোল্লাকে হত্যার মিশনে নামেন প্রতিপক্ষের সমর্থক, ২৫ নং কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির ও ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাসুম বাহিনী।

পরিকল্পিতভাবে

জানা যায়, গতকাল সোমবার ইফতারের ৫ মিনিট পূর্বে পূর্ব পরিকল্পিতভাবে কাউন্সিলর জাকির, ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাসুম ও সাধারণ সম্পাদক রনিসহ ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশী-বিদেশী অস্ত্র নিয়ে সুমন মোল্লার রূপাতলীস্থ বাসভবনের সামনে হত্যার উদ্দেশ্যে তার ওপর বর্বরোচিত হামলা করে।

এ সময় সুমন মোল্লার হাত, পা, মাথাসহ শরীরের একাধিক জায়গায় কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের লোকজন দ্রুত এসে সুমন মোল্লাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সুমন মোল্লার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যান আহতর পরিবার।

পরিবারের দাবী

পরিবারের দাবী, মেয়র সাদিক অনুসারী ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির, ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাসুম, সম্পাদক রনি, মইন সিকদার ও সোহেল মোল্লা সহ ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ সুমন মোল্লার ওপরে হামলা করে। এ সময় সুমনের সাথে থাকা আল আমিন নামে আরেক শ্রমিক আহত হয়।

সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা সময়ের বার্তাকে বলেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। অপরদিকে অভিযোগ সত্য নয় বলে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির দাবী করেন, ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছেন।

এর বেশী কিছু বলতে নারাজ কাউন্সিলর জাকির। সুমন মোল্লার পরিবারের পক্ষ থেকে জানানো হয় উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিচারের দাবী করছেন সাধারণ শ্রমিকরা। সাধারণ শ্রমিকদের দাবী শ্রমিকবান্ধব সুমন মোল্লা ওপরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়তায় না আনা হলে বাস, সিএনজি বন্ধ করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে!

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে!

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে! স্টাফ রিপোর্টার ॥ সদ্য বিদায়ী স্বৈরাচার সরকারের বিশেষ কোটায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *