নিজস্ব প্রতিবেদক: আল্লাহর অশেষ মেহেরবানীতে Rotaract Club of Narayanganj Midcity এর ২০২১-২০২২ বর্ষের ৩য় রেগুলার মিটিং সফল ভাবে সম্পন্ন হয়েছে। মিটিং এ শুধুমাত্র কথা নয়; ছিলো কুইজ কম্পিটিশন, ছিলো কালাচারাল সেগমেন্ট, ছিলো অসংখ্য অনুপ্রেরনা, ছিলো এক আবেগঘন মুহুর্ত, আর এই সবকছুর সাক্ষী হতে পেরে অনেকেই ধন্য হওয়ার অভিমত ব্যক্ত করেছেন। মিটিং উপস্থিত হয়ে মিটিংকে মহিমান্বিত করেছেন Rotaract Club of Narayanganj Midcity এর কর্নধার প্রতিষ্ঠাতা অভিভাবক সবার মাথার ছাদ শ্রদ্ধেয় এক্স রোটারেক্টর এবং রোটারীয়ানদের CP Anisur Rahaman ভাইয়া।
রোটারেক্ট এএইচ মিল্টন বলেন, “আমাদের পাস্ট প্রেসিডেন্ট Engr Md. Jasim Uddin ভাইয়া পুরো মিটিং টিতে যুক্ত থেকে আমাদের দিয়েছেন অনুপ্রেরনা সাহস এবং অফুরন্ত ভালোবাসা, এছাড়াও PP Jobaer Hasan , PP Md. Azizul Islam ,PP Mazharul Islam , PP Rafiqul Islam Riton ভাইয়া সকল পাস্ট প্রেসিডেন্ট ভাইয়াদের উপস্থিতি এবং বক্তব্য আমাদের অনুপ্রাণিত করেছে। আরো উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন Drre Abdul Kaium Khan ভাইয়া, Rotaract District 3281 এর Cheif District Administrator Shafi Khan ভাইয়া, District Directory Committe Secretary Md. Tariqul Islam ভাই । এছাড়াও পুরো মিটিং জুড়ে ছিলো বিভিন্ন ক্লাবের সদস্যববৃন্দ, ডিস্ট্রিক্ট অফিসার,বোর্ড অব ডিরেক্টর এবং প্রেসিডেন্টবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ কৃতজ্ঞতা Rotaract Club of Narayanganj Midcity এর Vice President Anika Islam Aditi , Robiul Islam Robi , Anika Tabassum ,সহ বোর্ড অব ডিরেক্টরবৃন্দ এবং সকল ডেডিকেটেড সদস্য বৃন্দের প্রতি। সবার আন্তরিক প্রচেষ্টায় মিটিং টি সার্থক ও সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।”
“Rotaract Club of Narayanganj Midcity চিরজীবী হউক, অব্যহত থাকুক” সবাই এই ধারাবাহিকতা বজায় থাকুক এই কামনা করেছেন।
রোটারেক্ট এ এইচ মিল্টন আরো বলেছেন, “ইনশাআল্লাহ আমাদের এই বছরের DRR M. Mostafijur Rahman ভাইয়ার নেতৃত্বে এবং সহযোগীতায় আমরা সবাই মিলে অচিরেই এই ক্লাব কে নিয়ে যাবো এক অনন্য উচ্চতায়।আমরা সকলের দোয়া, ভালোবাসা এবং সহযোগীতা প্রত্যাশী।”