মোঃ নুরুজ্জামান

ল্যাব কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক হলেন মোঃ নুরুজ্জামান

ল এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী ও আইনের ছাএদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় সেচ্ছাসেবী,রাজনীতি মুক্ত আইনি সংগঠন। সংগঠনটির ৪৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান এবং মরিয়াম জামিলা।

এখন পর্যন্ত সংগঠনটি ৩৭টা জেলা কমিটি, ২টা মহানগর ২০টির বেশি প্রাভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কমিটি , বেশ কয়েকটি ল কলেজে কমিটি এবং দেশের বাইরে একটি কমিটি দেওয়ার মধ্যদিয়ে সংগঠনটি সম্নানের সাথে সাংগঠনিক কাজ করে যাচ্ছে।সংগঠনের সভাপতি শরিফুল হক তুমুল সহ ৪৫ সদস্যের আংশিক কমিটিতে বৃহত্তর ঢাকা জেলার ডেমরা থানার কৃতি সন্তান মো: নুরুজ্জামান আব্দুল রব আইন সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি তার ইউনিভার্সিটির শাখা কমিটির সভাপতি ছিলেন!

মো: নুরুজ্জামান বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি থেকে আইনে অনার্স এবং মাস্টার্স পড়ে ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আছেন।আইন চর্চা পাশাপাশি তিনি বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশন ও এইড ফর মেন ফাউন্ডেশন নামে ২ টি অরাজনৈতিক এবং আইনি পরামর্শ প্রদানকারী সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সদস্য! এছাড়াও তিনি অনলাইন জার্নালিজম স্কুল বাংলাদেশ থেকে সিটিজেন জার্নালিস্ট হিসেবে সার্টিফিকেট অর্জন করেন।তিনি বলেন ল এসোসিয়েশন অব বাংলাদেশে শুরু থেকেই নিজ প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি এবং মানুষের পাশে থেকে কিছু কারার প্রবল ইচ্ছা রয়েছে।

তাছাড়া পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিছু করার প্রচেষ্টায় এসোসিয়েশনের সাথে যুক্ত হওয়া। তাই সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে আমাদের কাজের মাধ্যমে সাংগঠনিক সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছানো এখন আমার লক্ষ্য,
তাই সকলের কাছে দোয়া প্রার্থী আমি এবং আমরা যেন এই মহৎ পেশার সেবাটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি এবং আশা রাখি, সাধারণ মানুষকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার। ইনশাআল্লাহ।

Check Also

অমিমাংসিত মেরিলিন মনরো

আন্তর্জাতিক ডেস্ক:  টেলিফোনে হাত রাখা অচেতন শরীরটি পরে আছে বিছানায়, পাশেই গড়াগড়ি খাচ্ছে শূন্য ওষুধের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *