(ল্যাব) ল এসোসিয়েশন অব বাংলাদেশ আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী,আইনের ছাএদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় সেচ্ছাসেবী,রাজনীতি মুক্ত আইনি সংগঠনটির ৪৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান এবং মরিয়াম জামিলা।
এখন পর্যন্ত সংগঠনটি ৩৭টা জেলা কমিটি, ২টা মহানগর ২০টির বেশি প্রাভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কমিটি , বেশ কয়েকটি ল কলেজে কমিটি এবং দেশের বাইরে একটি কমিটি দেওয়ার মধ্যদিয়ে সংগঠনটি সম্নানের সাথে সাংগঠনিক কাজ করে যাচ্ছে।সংগঠনের সভাপতি শরিফুল হক তুমুল সহ ৪৫ সদস্যের আংশিক কমিটিতে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলার নাকলা থানার কৃতি সন্তান লুৎফর রহমান শাওন সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন।লুৎফর রহমান শাওন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আইনে অনার্স এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মাস্টার্স পড়ে ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আছেন, এছাড়াও তিনি ল্যাব মেডিসিনের উপরে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন রাষ্ট্রিয় চিকিৎসা অনুষদ বাংলাদেশ থেকে অনলাইন জার্নালিজম স্কুল বাংলাদেশ থেকে সিটিজেন জার্নালিস্ট হিসেবে সার্টিফিকেট অর্জন করেন।তিনি বলেন ল এসোসিয়েশন অব বাংলাদেশে শুরু থেকেই নিজ প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি এবং মানুষের পাশে থেকে কিছু কারার প্রবল ইচ্ছা । তাছাড়া পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিছু করার প্রচেষ্টায় এসোসিয়েশনের সাথে যুক্ত হওয়া। তাই সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে আমাদের কাজের মাধ্যমে সাংগঠনিক সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছানো এখন আমার লক্ষ্য, তাই সকলের কাছে দোয়া প্রার্থী আমি এবং আমরা যেন এই মহৎ পেশার সেবাটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি এবং আশা রাখি সাধারণ মানুষকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার।