জেলা প্রতিনিধি: আল আমিন মোল্লা
শেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪ জন। মৃতের হার ২ দশমিক ৪ শতাংশ। নতুন করে আরো ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬২৭ জনে। শনাক্তের হার ১৭ শতাংশ। ২ আগস্ট সোমবার সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ।
সিভিল সার্জন আরো জানান, শেরপুরের জেলা সদর হাসপাতালের ল্যাবে ১৭০ টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ২১ জন, শ্রীবরদী উপজেলায় ১২ জন, নালিতাবাড়ী উপজেলায় ১৩ জন, নকলা উপজেলায় ৯ জন ও ঝিনাইগাতী উপজেলায় ৬ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৬৬০ (৭৩.৩৩%) জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯৩ জন। হাসপাতালে কোভিড আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন। বর্তমানে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে ৫২ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ২১৬৬৮ টি। যার মধ্যে আর,টি-পি.সি.আর ১৪১০৬ টি। রেপিড এন্টিজেন টেস্ট ৭৫৬২ টি। মোট রিপোর্ট প্রাপ্তি ২১৩০৯ টি। মোট কোভিড-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা ৭৭৪৫৭ জন। যাদের মধ্যে ১ম ডোজ নিয়েছেন ৫৫৪৭৭ ও ২য় ডোজ নিয়েছেন ২১৯৮০ জন।