সংগীতশিল্পী হাসিনা মমতাজ আর নেই

‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানের নন্দিত শিল্পী হাসিনা মমতাজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। প্রখ্যাত এ কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর জাগো নিউজকে জানিয়েছেন গীতিকার সাফাত খৈয়াম।

শিল্পী হাসিনা মমতাজের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‌তিনি শুধু একজন গুণী শিল্পীই ছিলেন না, অসম্ভব ভালো মনের মানুষ ছিলেন। তিনি ভীষণ পরোপকারী মানুষ ছিলেন। তার মৃত্যুতে সংগীত ভুবন এক নক্ষত্রকে হারালো। এ শিল্পীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।

শিল্পী হাসিনা মমতাজ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর ধানমন্ডি ঈদগাঁও মাঠে তার নামজে জানাজা অনুষ্ঠিত হবে।

হাসিনা মমতাজ ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *