সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন দৈনিক বাংলা সম্পাদক নিজাম উদ্দিন জিটু

একেএম মহিউদ্দিন: নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি ও টেলিলিংক গ্রুপ চেয়ারম্যান এবং দৈনিক বাংলা ও দৈনিক গণকন্ঠ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়ার সঞ্চালনায় সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল (বাবু), উপজেলা যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান লিটন, থানার সেকেন্ড অফিসার এস আই শাহ আলম। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন করোনাকালীন পরিস্থিতিতে গণমাধ্যম, প্রশাসন ও ডাক্তাররা সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন। এর ফলেই এই সুফল পাচ্ছে দেশ ও জাতী। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, সেনিটাইজার ও টিকাদানে উদ্ভুদ্ধ করার আহ্বান জানান প্রশাসন। পরিস্থিতি না বুঝলে না মানলে দেশে করোনা আরো না বেড়ে যাবে তাই সচেতনতা বৃদ্ধি করতে হবে।

Check Also

পুলিশ যখন সত্য-মিথ্যা নিয়ে বিপাকে পড়ে

মেয়ে আর মেয়ের আন্টি এসেছেন! লাজুক(!) মেয়ের পক্ষে আন্টির অভিযোগ, মেয়ে ক্লাস এইটে একটা প্রেম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *